Text size A A A
Color C C C C
পাতা

কী সেবা কীভাবে পাবেন

 

ক্রমিক নং

সেবা

কিভাবে প্রদান করা হয়

প্রযুক্তি সহায়তা

র‍্যালী, প্রদর্শনি ও মাঠ দিবসের মাধ্যমে কৃষি বিষয়ক বিভিন্ন প্রযুক্তি কৃষকদের নিকট হসতান্তর করা হয়।

প্রশিক্ষন প্রদান

কৃষি বিষয়ক বিভিন্ন উন্নত প্রযুক্তি সম্পর্কে  কৃষকদেরকে হাতে কলমে প্রশিক্ষন প্রদান করা হয়।

মানসম্মত বীজ উৎপাদনে সহায়তা

প্রগতিশীল চাষীদের মাধ্যমে উন্নত মানের বীজ প্রযুক্তি বিষয়ে পরামর্শ প্রদান ও বীজ উৎপাদন।

সার ডিলার নিয়োগ ও মনিটরিং

প্রতিটি ইউনিয়নে একজন বিসিআইসি সার ডিলার ও প্রতি ওয়ার্ডে একজন করে খুচরা সার ডিলার নিয়োগ করা হয়। সারের মজুদ ও সরবরাহ পরিস্হিতি,ও বাজার মুল্য মনিটরিং করা হয়। ভেজাল সারের নমুনা পরীক্ষাগারে প্রেরণ পূর্বক আইনানুগ ব্যবস্হা নেওয়া হয়।

বালাইনাশক বিক্রেতার লাইসেন্স প্রদান ও মনিটরিং

বালাইনাশকের পাইকারী ও খুচরা বিক্রেতার লাইসেন্স প্রদান করা হয়। ভেজাল কীটনাশক জব্দ করে পরীক্ষাগারে প্রেরণ পূর্বক আইনানুগ ব্যবস্হা নেওয়া হয়।

মাটির স্বাস্হ্য সংরক্ষন

মাটির স্বাস্হ্য সংরক্ষনে মাটিতে সুষম মাত্রায় সার প্রয়োগ, জৈব সার প্রয়োগ ও শস্য পর্যায় অবলম্বের পরামর্শ দেওয়া হয়। এছাড়া মাটির নমুনা সংগ্রহ করে পরীক্ষগারে পাঠানো হয়।

কৃষি পূণর্বাসনে সহায়তা

বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে কৃষকের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কৃষি পূণর্বাসনের

মাধ্যমে সহায়তা প্রদান করা হয়।

 

 

সমম্বিত বালাই ব্যবস্হাপনা

আই পি এম ও আই সি এম ক্লাবের মাধ্যমে কৃষকদেরকে পরিবেশসম্মত উপায়ে ফসলের রোগ বালাই দমনের পরামর্শ প্রদান করা হয়।

বসতবাড়ির আঙ্গিনায় সব্জি চাষ

কৃষানিদের উদ্বুদ্ধকরনের মাধ্যমে বসতবাড়ির আঙ্গিনায় বারোমাস সব্জি চাষের পরামর্শ প্রদান করা হয়।

১০

উপকরণ সহায়তা

কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য সরকার কর্তৃক সময়ে সময়ে চাষীদের মাঝে কৃষি উপকরণ সহায়তা প্রদান করা হয়।