Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ধান বীজ সংরক্ষণ
বিস্তারিত

গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

চিতলমারী, বাগেরহাট।

প্রাপক,

উপ-সহকারী কৃষি কর্মকর্তা,

............................... ব্লক,

চিতলমারী, বাগেরহাট।

বিষয়: আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের প্রদর্শণীর ধান বীজ সংরক্ষণ প্রসঙ্গে।

উপরোক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের প্রদর্শণীর ধান বীজ সংরক্ষণ নীতিমালা অনুযায়ী কৃষক পর্যায়ে বোরো মৌসুমে ৫.০০ (পাঁচ) টন, আমন মৌসুমে ৫.০০ (পাঁচ) টন ও আউশ মৌসুমে ৪.০০ (চার) টন ধান বীজ সংরক্ষণ করতে হবে।

সুতরাং প্রকল্পের প্রদর্শণীর ধান বীজ সংরক্ষণ নীতিমালা অনুযায়ী কৃষক পর্যায়ে যাতে উল্লিখিত পরিমান বীজ সংরক্ষিত হয় তাহা নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করা হল।

স্মারক নং: ৪২৮                                                                                 তারিখঃ ১৯/০৭/২০২০ খ্রিস্টাব্দ

অনুলিপি,

১। উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, বাগেরহাট।

২। অফিস কপি, অত্র দপ্তর।

                                                                                                           Description: Description: E:\ANANDA\UAO স্বাক্ষর\SIGNTURE.jpg

                                                                                                           ঋতুরাজ সরকার

                                                                                              উপজেলা কৃষি অফিসার

                                                                                                  চিতলমারী, বাগেরহাট।

ডাউনলোড
প্রকাশের তারিখ
19/07/2020