গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা কৃষি অফিসারের কার্যালয়
চিতলমারী, বাগেরহাট
অ ফি স আ দে শ
নং- তাং-
চলমান খরিপ-২/২০২০-২১ মৌসুমে রোপা আমন মাঠে ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট এর তথ্য পাওয়া যাচ্ছে যা উদ্বেগজনক এছাড়া পরবর্তীতে খোল পোড়া রোগের সম্ভাবনা দেখা দিতে পারে এবং আবহাওয়াগত কারনে ব্লাস্ট আসার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় গত ১২/০৮/২০২০ ইং তারিখে গঠিত স্কোয়ার্ডদ্বয়কে আমন ধানের সকল মাঠ পরিদর্শন পূর্বক কৃষকদের সঠিক পরামর্শ প্রদান করতে হবে এবং আগামী ১০/০৯/২০২০ ইং তারিখে সকল আমন মাঠের সার্বিক অবস্থা অফিসকে অবহিত করতে নির্দেশ দেওয়া হল ।
স্বা-
ঋতুরাজ সরকার
উপজেলা কৃষি অফিসার
চিতলমারী, বাগেরহাট।
স্মারক নং: ৫২৩ তারিখঃ ০৭/০৯/২০২০ খ্রিস্টাব্দ
অনুলিপি:
১। উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, বাগেরহাট।
২। জনাব....................................................এইও/এসএপিপিও/এসএএও/পিপিএস, অত্র দপ্তর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস